প্রকাশিত: Sat, Jun 1, 2024 11:35 AM
আপডেট: Fri, May 9, 2025 9:02 AM

[১]মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় সীমিত হামলা চালানোর অনুমতি দিলেন জো বাইডেন

রাশিদুল ইসলাম: [২] মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি আগেই দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরও ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ কাজে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। তবে ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে। আরটি/বিবিসি

[৩] একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানায়, ইউক্রেন যেন ‘পাল্টা-হামলার উদ্দেশ্যে’ মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] তবে বুধবার মলদোভা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ ভূখণ্ডে হামলা না করার বিষয়ে মার্কিন নীতিতে এই পরিবর্তনের ইঙ্গিত দেন। সেদিন তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপে, আমরা প্রয়োজন অনুসারে মানিয়ে নিয়েছি এবং সামঞ্জস্য করেছি এবং এভাবেই আমরা সামনে এগিয়ে যাবো।’

[৫] ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার করতে পারে সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। আর এর মধ্যেই বাইডেন সীমিত আকার হলেও সেই অনুমতি দিলেন। সম্পাদনা: এম খান

মাসুদ আলম: [৩] ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা কেজি। ১৫ দিন আগেও ছিলো ১২০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়েছে আলুর দাম, ১০ টাকা বেড়েছে পেঁয়াজের। ডিম ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। দাম বাড়ার তালিকায় আরো রয়েছে মসলা, আদা-রসুনসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগির মাংস। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৪] বাজার ঘুরে দেখা যায়, কিছু সবজির দাম বেড়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। 

[৫] আলুর কেজি ৫৫ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ৫০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ৭০ টাকা।  চায়না আদার কেজি ২৫০ টাকা ও চায়না রসুন ২৩০ থেকে ২৪০ টাকা বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহে আদার দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা।

[৬] সব ধরনের মাছের দাম উর্ধ্বমুখী। পাঙাশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০-২২০ টাকায়। মধ্যবিত্ত শ্রেণি মাছের স্বাদ নিতে পারলেও নিম্নবিত্ত কিংবা শ্রমজীবী মানুষজন কেনার কথা চিন্তাও করতে পারছেন না। প্রতি কেজি বড় রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা,  কাঁচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ৩০০-৪০০ টাকা ও কৈ মাছ ৩৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

[৭] আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার মুরগির কেজি ২২০ টাকা থেকে ২৩০ টাকা, সোনালির কেজি ৩৬০ থেকে ৩৮০ টাকা। গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। 

[৮] খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও হিমাগারে মূল্যবৃদ্ধির কারণে আলুর দাম বেড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম বাড়তি। 

[৯] ভাটারা মতিন স্টোরের ম্যানেজার আলী বলেন, ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে পেঁয়াজ, আদা, রসুন ও মসলার দাম বাড়তি। এছাড়া ডিমের দাম বেড়েই চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব